• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

সন্তানকে বাঁচাতে শান্ত হাতি পিষে দিলো কুমিরকে

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ১২:৩৭ এএম

সন্তানকে বাঁচাতে শান্ত হাতি পিষে দিলো কুমিরকে

আন্তর্জাতিক ডেস্ক

জীবন সবচেয়ে মূল্যবান। সন্তানের জন্য সেই মূল্যবান জীবন বিলিয়ে দিতে কোনো মা দ্বিতীয়বার চিন্তা করে না। সন্তানের বিপদে নিজের জীবনের কথা না ভেবেই তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। প্রাণীরাও এর ব্যতিক্রম নয়। তেমনই দেখা গেল আফ্রিকাতে।

আফ্রিকাতে এক হাতি ও তার বাচ্চা পানির কাছে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ মায়ের চোখে বাচ্চার কাছাকাছি এলাকায় একটি কুমিরের উপস্থিতি ধরা পড়ে। তারপরও হাতির কোনো সমস্যা ছিল। সমস্যাটা তৈরি করেছে কুমিরের লোভী চোখ। কুমিরটি সুযোগ খুঁজছিল। অপেক্ষায় ছিল হাতির বাচ্চাকে বাগে পাওয়ার। এটা বুঝতে পেরেই শান্ত স্বভাবের হাতি আর শান্ত থাকতে পারেনি। বাচ্চার বিপদ বুঝতে পেরেই আগেভাগেই কুমিরকে আক্রমণ করে বসে মা হাতি।

বাচ্চার জীবনের হুমকির সঙ্গে কোনো আপস করেনি মা হাতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশাল আকারের এক কুমিরকে অবলীলায় পায়ে পিষে মারছে হাতিটি। কুমিরের লেজ শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারতেও দেখা যায়। তারপরও রাগ মেটেনি মা হাতির। কুমিরকে দুই পায়ে পিষতেও দেখা গেছে। জীবন রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেনি কুমিরটি। একপর্যায়ে তা নিস্তেজ হয়ে পড়ে।

ইউটিউব চ্যানেলটি জানিয়েছে, তাদের হাতে এ ধরনের ভিডিও আগে কখনও এসে পৌঁছায়নি। বিরল মুহূর্তটি ক্যামেরায় বন্দি করেছেন হ্যানস হেনরিক হার নামের এক আলোকচিত্রী। চ্যানেলটি জানিয়েছে, ভিডিওর হাতিটির দাঁত নেই। তবে কুমিরকে আক্রমণের জন্য তার ওজনই যথেষ্ট ছিল। বিপুল ওজনের ভার সহ্য করতে পারেনি কুমিরটি।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ