প্রকাশিত: অক্টোবর ২১, ২০২১, ০৪:০২ এএম
বর্তমানে
আফগানিস্তানের ক্ষমতায় রয়েছে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। গত আগষ্টে দেশটিতে
দ্বিতীয়বারের মত ক্ষমতায় আসে
সংগঠনটি। ক্ষমতায় আসার পর প্রথমবারের
মতো রাশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক এক সম্মেলনে অংশ
নিয়েছে তারা। এই সম্মেলনে তালেবানকে
সমর্থন জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান
জানিয়েছে রাশিয়া।
মস্কোতে
অনুষ্ঠিত হওয়া ওই সম্মলেনে
তালেবানের পাশাপাশি অংশগ্রহন করেছেন পাকিস্তান, চীন, ইরান, ভারত
এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত মধ্য-এশিয়ার দেশগুলো।
কিন্তু কৌশলগত কারণের কথা উল্লেখ করে
সম্মেলনে অংশ নেওয়া থেকে
বিরত রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের আলোচনায়
যুক্ত হতে পারে তারা।
বৈঠকের
আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, ’আমরা দৃঢ়ভাবে বিশ্বাস
করি যে, মানবিক সংকট
প্রতিরোধ ও অভিবাসনের ঢেউ
কমাতে কাবুলকে কার্যকর আর্থিক ও মানবিক সহায়তা
প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের
একত্রিত হওয়ার সময় এসেছে।’
আফগানিস্তান
থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং তালেবান দেশটির
নিয়ন্ত্রণ নেওয়ার পর এই অঞ্চলে
রাশিয়ার প্রভাব বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা
হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে মস্কোর নেয়া এই উদ্যোগটি।
লাভরভ
বলেন, ’সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ না নেওয়ায়
তার অনুশোচনা হচ্ছে। মস্কো মূলত মধ্য-এশিয়ায়
অস্থিতিশীলতার ঝুঁকি, আফগান অভিবাসীর সম্ভাব্য ঢেউ এবং আফগানিস্তান
থেকে পরিচালিত ইসলামি জঙ্গি কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বিগ্ন।’
তিনি
বলেন, তৃতীয় দেশের বিরুদ্ধে, বিশেষ করে কাছের গুরুত্বপূর্ণ
প্রতিবেশিদের জন্য আফগানিস্তানের ভূখণ্ড
ব্যবহার বন্ধ করার জন্য
আমরা তালেবানের প্রতি আহ্বান জানাই এবং তাদের বিশিষ্ট
প্রতিনিধিদলের সাথে আলোচনা করেছি।’
ইফাত