• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মুসলিম যুবকের সঙ্গে বিল গেটসের মেয়ের বিয়ে সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৯:২৮ পিএম

মুসলিম যুবকের সঙ্গে বিল গেটসের মেয়ের বিয়ে সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও মেলিন্ডা গেটসের বড় মেয়ে জেনিফার গেটসের বিয়ে সম্পন্ন হয়েছে। জেনিফারের বর তার দীর্ঘদিনের বন্ধু মুসলিম যুবক নায়েল নাসের (৩০)। তিনি একজন মিসরীয় এবং অশ্বারোহী।

এনডিটিভির খবরে জানা যায়া, জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জেনিফার গেটসের। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেম শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে মার্কিন ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াংয়ের নকশা করা পোশাক পরেন জেনিফার। বিয়ের পোশাকটি ছিল ফুলহাতা। সঙ্গে লম্বা ওড়না। পুরোটাই এমব্রয়ডারির কাজ করা। খুব বেশি গয়না পরেননি জেনিফার। পায়ে ছিল বিলাসবহুল অ্যাকুয়াজ্জুরা ব্র্যান্ডের হিল। নায়েল পরেছিলেন সাদা শার্টের সঙ্গে কালো টাক্সেডো ও বো টাই।

তদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নর্থ সালেমের ১২৪ একরের পারিবারিক খামারে। এই খামারের মূল্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার। আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় ৩০০ জন। বিল ও মেলিন্ডা গেটস মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ২০১৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর জেনিফারের ধনকুবের বাবা-মা এ খামারটি তাকে উপহার দিয়েছিলেন।

মেয়ের বিয়েতে বিল গেটস এতটাই খুশি হয়েছেন যে, মেয়ে ও জামাইয়ের বিয়ের ছবি টুইট করে তিনি লিখেছেন, ‘জেন ও নায়েল, বিয়েতে তোমাদের আনন্দ দেখে যে আমি কত খুশি হয়েছি, তা বলে বোঝাতে পারব না। তোমরা জীবনে যা কিছু অর্জন করেছ, তা নিয়ে আমি গর্বিত।

মেলিন্ডা গেটসও আনন্দ প্রকাশ করে টুইট করেছেন। তিনি লেখেন- ‘জেন ও নায়েলের ভালোবাসা উদ্‌যাপন করাটা ছিল দারুণ আনন্দের। বিশেষ এই দিনে নিরাপদে আমরা যে সবাই এক হওয়ার সুযোগ পেয়েছি, সেজন্য কৃতজ্ঞতা জানাই।

গত আগস্টে বিল গেটস ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদ হয়। গত জুনে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেন ওয়ারেন বাফেট। দায়িত্ব পালনে অসুবিধা হলে দুই বছরের মধ্যে ফাউন্ডেশন থেকে সরে দাঁড়াতে পারেন মেলিন্ডা গেটসও।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ