• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জন্মদিনে স্ত্রীকে ছয় কোটি রুপির গাড়ি উপহার

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ১১:০৬ পিএম

জন্মদিনে স্ত্রীকে ছয় কোটি রুপির গাড়ি উপহার

আন্তর্জাতিক ডেস্ক

প্রিয়জনের জন্মদিনে উপহার দেওয়া অনেকটা স্বাভাবিক ব্যাপার। অনেকেই তার প্রিয়জনকে উপহার দেন। তবে সে উপহারের সংবাদ বাড়ির চৌহদ্দির বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ থাকে না। স্ত্রীর জন্মদিনে ভারতীয় ব্যবসায়ী আমজাদ সিথারা স্ত্রীকে এক উপহার দিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। কেননা স্ত্রীকে দেওয়া তার উপহারটিও যেনতেন উপহার নয়। ছয় কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, দুবাইয়ের বাসিন্দা আমজাদ স্ত্রী মারজানাকে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েসের ‘রেইথ’ মডেলের একটি গাড়ি উপহার দেন। তখন এর ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন আমজাদ। ভিডিওটি শেয়ারের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলে।

আমজাদ সিথারা বিসিসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। উপহার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি প্রথম সন্তানের বাবা হয়েছেন তিনি। এর পরই স্ত্রী মারজানাকে বিশেষ কিছু উপহার দেওয়ার বিষয়টি মাথায় আসে তার।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, আরব আমিরাতে জনশক্তি সরবরাহ করে এক দশকের মধ্যে বেশ সাফল্যের দেখা পেয়েছেন আমজাদ। মানবিক নানা উদ্যোগ নিয়ে সুনাম কুড়িয়েছে তার প্রতিষ্ঠিত বিসিসি গ্রুপও। করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া কর্মীদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিয়ে খবরের শিরোনাম হয় প্রতিষ্ঠানটি। এ ছাড়া ভ্রমণ ভিসায় আরব আমিরাতে গিয়ে করোনার কারণে আটকে পড়া ব্যক্তিদের চাকরি দিয়ে পাশে দাঁড়িয়েছিল বিসিসি গ্রুপ।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ