• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

আফগানিস্তানের মসজিদে আবারও বোমা হামলা, নিহত ১৬

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৪:২৬ পিএম

আফগানিস্তানের মসজিদে আবারও বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে মসজিদে আবার বোমা হামলা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের ইমাম বারগাহ মসজিদে ঘটেছে এই হামলা। বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩২ জন।

আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৫ অক্টোবর) কান্দাহারের ওই মসজিদে যখন জুমার নামাজ চলছিল, সেসময় মসজিদের ভেতরে ঘটে এই বিস্ফোরণ।

হামলাটি আত্মঘাতী কিনা- তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যাও এখনও স্পষ্ট নয়। তবে আফগান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে- বিস্ফোরণটি ভয়াবহ ও ব্যাপক মাত্রার ছিল। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এই ঘটনার দায় স্বীকার করেনি।

গত শুক্রবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ কুন্দুজের একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়েছিল। ওই হামলায় নিহত হয়েছিলেন ৪৬ জন।

কুন্দুজের যে মসজিদে হামলা হয়েছিল, সেটি ছিল শিয়া মসজিদ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি শুক্রবার কান্দাহারের যে মসজিদে হামলা হয়েছে- সেটিও শিয়া মসজিদ।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ