• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জন্মদিন উদযাপনে একসঙ্গে ৫৫০ কেক কাটলেন যুবক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৩:১৪ পিএম

জন্মদিন উদযাপনে একসঙ্গে ৫৫০ কেক কাটলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

যে কোনো ব্যক্তির কাছেই তার জন্মদিন খুব স্পেশাল। অনেকেই তার জন্মদিন পালনে কেক কাটেন। অন্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন। মূলত কেক কেটে জন্মদিন পালনও সাধারণ ব্যাপারেই পরিণত হয়েছে। পরিবার, কর্মস্থল কিংবা বন্ধুবান্ধবের পক্ষ থেকে অনেকেই জন্মদিনে উপহার হিসেবে একাধিক কেক পান।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে এক যুবক নিজের জন্মদিন পালনে যা করেছেন তা অনেককেই অবাক করেছে। একসঙ্গে ৫৫০টি কেক কেটেছেন তিনি। শুনতে অবিশ্বাস্য লাগতে পারে, তবে এমনটাই ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে ভাইরালও হয়েছে সেই ভিডিও।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে কান্দিভালি এলাকার বাসিন্দা সূর্য রাতুরি নামে এক যুবক নিজের জন্মদিনে এই ব্যতিক্রমী আয়োজন করেন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তিনটি টেবিল একসঙ্গে রাখা। আর তাতে সাজানো একের পর এক কেক। তাও আবার পাঁচটি বা ছয়টি নয়, একেবারে ৫৫০টি। শুধু তাই নয়, একেকটি এক-একরকম ফ্লেভারের। আসল কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, জন্মদিনে অতগুলো কেক উপহার হিসেবেই পেয়েছেন ওই যুবক।

প্রায়ই আড়াই মিনিটের ভিডিওতে দেখা যাচ্ছে, সূর্য রাতুরি নামের ওই যুবক দু’হাতে দু’টি ছুরি দিয়ে বেশ দ্রুততার সঙ্গেই একের পর এক কেক কাটছেন। চারদিক ঘিরে রয়েছে তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনরা।

অবশ্য জন্মদিনে এমন ব্যতিক্রমী আয়োজনের ঘটনা নতুন নয়। কয়েকদিন আগেই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে বিজেপির এমপি বাসভরাজ দাদেসুগুর ছেলে সুরেশের জন্মদিনের আইফোন দিয়ে কেক কাটার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

এছাড়া গত বছর অক্টোবরে তলোয়ার দিয়ে কেক কাটার জন্য ভারতের নাগপুরের নিখিল প্যাটেল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ। এছাড়া ২০১৯ সালে ভারতের উত্তর প্রদেশের বাঘপত জেলায় এক ব্যক্তির রাস্তার মাঝে জন্মদিনের কেক রেখে কেকের ওপর গুলি করার ভিডিও ভাইরাল হয়েছিল।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ