• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:২১ পিএম

তাইওয়ানে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, অর্ধশতাধিক প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ হতাহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ পর্যন্ত অন্তত ২৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুসারে, স্থানীয় সময় বুধবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় কাওসিউং শহরের একটি ১৩তলা ভবনে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। স্থানীয় দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভবনটির আগুন ‘অত্যন্ত ভয়াবহ’ ছিল। এতে বেশ কয়েকটি ফ্লোর প্রায় ধ্বংস হয়ে গেছে।

শহরটির দমকল প্রধান লি চিং-হসিউ ঘটনাস্থলে সাংবাদিকদের জানিয়েছেন, ১৩টি মরদেহ সরাসরি মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া হাসপাতালে পাঠানো আরও ৫৫ জনের মধ্যে ১৪ জনের শরীরে জীবিত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি।

হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। তবে লি জানিয়েছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে। দমকমলকর্মীরা এখনও অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ