• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

আমিরাতে ২ কোটি টাকার লটারি জিতল বাংলাদেশি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৬:৩৯ পিএম

আমিরাতে ২ কোটি টাকার লটারি জিতল বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

পরিবারের অভাব-অনটন দূর করতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন এক বাংলাদেশি। সেখানে একটি লটারি কিনে ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা জিতে নিয়েছেন তিনি।

শনিবার (৯ অক্টোবর) রাতে দুবাইয়ে অনুষ্ঠিত আমিরাতি মিলিয়ন দিরহাম মাহজুজ লাইভ ড্র অনুষ্ঠানে ৪৬তম সপ্তাহের দ্বিতীয় বিজয়ী হিসেবে এ পুরস্কার পাচ্ছেন এই প্রবাসী বাংলাদেশি।

ড্রতে বাংলাদেশি ওই নাগরিক আমিরাতি ১০ লাখ দিরহাম (বাংলাদেশি প্রায় ২ কোটি ৩২ লাখ ৮৩ হাজার ১৬ টাকা) জিতেছেন। চলতি বছরে এ নিয়ে দেশটিতে মাহজুজ লাইভ ড্র-এর ১৬তম মিলিওনিয়ার হয়েছেন তিনি।

মাহজুজ লাইভ ড্র-এর প্রথম পুরস্কার ৫০ মিলিয়ন দিরহাম। তবে এখন পর্যন্ত বহুল আকাঙ্ক্ষিত প্রথম পুরস্কার বিজয়ীকে পাওয়া যায়নি।

আগামী শনিবার আমিরাতের স্থানীয় সময় রাত ৯টার দিকে আবারও এই লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খালিজ টাইমসের খবরে প্রবাসী ওই বাংলাদেশির নাম-পরিচয় জানানো হয়নি।

ওই বাংলাদেশি ছাড়াও আরও ১০২ জন বিজয়ীর প্রত্যেকে ১ হাজার দিরহাম এবং অন্য ১ হাজার ৯৮৪ জন অংশগ্রহণকারী পেয়েছেন ৩৫ দিরহাম করে।

জেডআই/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ