• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

ভয়ঙ্কর ঘটনা! অজগরের লেজ নিয়ে শিশুর টানাটানি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০২:১৬ পিএম

ভয়ঙ্কর ঘটনা! অজগরের লেজ নিয়ে শিশুর টানাটানি

আন্তর্জাতিক ডেস্ক

ভয়ঙ্কর ঘটনা তো বটেই। রীতিমতো স্তব্ধ হয়ে যেতে হয়। বাড়ির পোষ্য কুকুর বা বিড়ালের সঙ্গে বাচ্চারা খেলাধুলা করতেই পারে। এতে বাবা-মায়েদের স্বাভাবিকভাবেই কোনো আপত্তি থাকে না। কিন্তু তাই বলে সাপের সঙ্গে খেলাধুলা! তাও আবার বিশাল আকারের অজগরের সঙ্গে! এমন এক অভাবনীয় ঘটনার জন্ম দিয়েছে ছোট্ট এক শিশু। বছর দুয়েকের এক ছোট্ট শিশুর বাবা শিশুকে নিয়ে সাপের সঙ্গে খেলার ঘটনা ভাইরাল হয়েছে।

অস্ট্রেলিয়ার বন্যপ্রাণী বিশেষজ্ঞ র‌্যাঙ্গলার ম্যাট রাইট সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, মস্ত বড় এক অজগর সাপ নিয়ে খেলা করছেন এক ছোট্ট শিশু। রীতিমতো লেজ ধরে টেনে নিয়ে যেতে চাইছে সে। কিন্তু সাপটা আসতে চাইছে না। একটা পিলার জড়িয়ে ধরতে চাইছে সাপটি।

সাপ দেখে যেখানে ভয়ে পালিয়ে যাবার কথা সেখানে মহা-উৎসাহে শিশুটি সাপের লেজ ধরে টানাটানি করছে। পাশে দাঁড়িয়ে বাবা তাকে উৎসাহ দিয়ে চলেছে। ছোট্ট শিশুকে বাবা বলছেন, ‘টানো। টেনে ঘাসের দিকে নিয়ে যাও।’ ভয়ডরহীন ওই শিশুসন্তানও বাবার কথা শুনে মস্ত বড় ওই অজগরটির লেজ ধরে টানছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ র‌্যাঙ্গলার ম্যাট রাইট পেশায় ন্যাশনাল জিয়োগ্রাফিকের অনুষ্ঠান উপস্থাপক। বন্যপ্রাণী ও পশুদের নিয়েই তার কাজ। কিন্তু তা সত্ত্বেও নিজের দু’বছরের সন্তানকে সাপের লেজ ধরে টানতে বলা অনেকেই মেনে নিতে পারছেন না।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ