• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

নন্দীগ্রামের নাম হলো ‘মমতাময়ী নগর’

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ১২:০৩ পিএম

নন্দীগ্রামের নাম হলো ‘মমতাময়ী নগর’

আন্তর্জাতিক ডেস্ক

গ্রামটির নাম ছিল নন্দীগ্রাম। হয়ে গেল তা মমতাময়ী নগর। তবে এই মমতাময়ী নগর পূর্ব মেদিনীপুরে নয়, এই নন্দীগ্রামের জেলা আলিপুরদুয়ার। শামুকতলার পটোতলা এলাকার একটি অংশে দুই দশক আগে জনবসতি গড়ে ওঠে। শুরু থেকেই সেখানে জমিজট একটা বড় সমস্যা ছিল। তার ফলে পানি ও বিদ্যুৎ থেকেও এলাকার বাসিন্দারা দীর্ঘদিন বঞ্চিত ছিলেন। এর পরে যখন নন্দীগ্রামে জমি আন্দোলন হয়, তার থেকে উৎসাহ পেয়েই নিজেদের এলাকাকে নন্দীগ্রাম বলতে শুরু করেন বাসিন্দারা। খাতা-কলমেও উঠে যায় সেই নাম।

এত বছরের আন্দোলনের পরে শনিবার (৯ অক্টোবর) প্রথম বিদ্যুৎ পৌঁছায় এলাকায়। তারপরই নন্দীগ্রামের বাসিন্দারা নিজেদের জায়গার নাম রাখেন ‘মমতাময়ী নগর’। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবানী দেবনাথ বলেন, ‘দীর্ঘদিন মামলা চলার পর এ দিনই প্রথম গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছায়। তারপরই স্থানীয়রা গ্রামের নাম মমতাময়ী নগর করতে চান।’ একই যুক্তি তৃণমূলের জেলা চেয়ারম্যান মৃদুল গোস্বামীরও।

শামুকতলা অঞ্চল সহ-সভাপতি ভোলা বিশ্বাস বলেন, ‘আসলে নন্দীগ্রামের সঙ্গে এমন এক জনের নাম জড়িয়ে রয়েছে, যিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই স্থানীয় বাসিন্দারা ওই নাম থেকে মুক্তি চেয়েছিলেন।’ কিন্তু নন্দীগ্রাম নামটা কি শুধু একজনের সঙ্গেই যুক্ত? এই আন্দোলনের নেতৃত্বে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছিলেন। তৃণমূল জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, ‘তাই তো মুখ্যমন্ত্রী নামেই গ্রামের নাম চাইছেন বাসিন্দারা।’

 

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ