• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

করোনা কেড়ে নিল আরও সাড়ে ১৩ হাজারের বেশি প্রাণ

প্রকাশিত: মে ১৩, ২০২১, ১০:১৫ এএম

করোনা কেড়ে নিল আরও সাড়ে ১৩ হাজারের বেশি প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী তাণ্ডব চলছে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি, আক্রান্তও হচ্ছে লাখে লাখে। টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক। এরই মধ্যে বিশ্বে করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। আর ১৬ কোটি ১০ লাখ ৭৬ হাজার ৭৬৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করা গেছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল ৮টার দিকে করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন ১৩ হাজার ৮২৬ জন। একই সময়ে সাত লাখ ৫০ হাজার ৬৫৬ জনের শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। নতুন মৃত্যু ও আক্রান্ত দুটোতেই সবার ওপরে রয়েছে ভারত।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৯৮ লাখ ৪৬ হাজার ৭৯৯ জন। আর বর্তমানে ভাইরাসটিতে আক্রান্ত রয়েছে এক কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৫ জন। এর মধ্যে এক কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৮২৭ জন অর্থাৎ ৯৯ দশমিক চার শতাংশের অবস্থা ভালো। এ ছাড়া এক লাখ পাঁচ হাজার ২১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ১৩৬। দেশটিতে করোনায় মারা গেছেন পাঁচ লাখ ৯৭ হাজার ৭৮৫ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি ৩৭ লাখ দুই হাজার ৮৩২। দেশটিতে করোনায় মারা গেছেন দুই লাখ ৫৮ হাজার ৩৫১ জন। এরপরে যথাক্রমে রয়েছে ব্রাজিল, ফ্রান্স, ইরান, ইতালি, ইউক্রেন, আর্জেন্টিনা, রাশিয়া, মেক্সিকো, জার্মানি ও তুরস্ক। তালিকায় এক ধাপ পিছিয়ে বাংলাদেশ রয়েছে ৩৪তম স্থানে।

এএএম

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ