• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত শতাধিক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৬:৫২ পিএম

আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় নিহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসি এ খবর দিয়েছে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেনশুক্রবার বিকেলে আমাদের শিয়া স্বদেশিদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশি শহীদ ও আহত হয়েছেন। হামলায় কতজন নিহত হয়েছেন সে বিষয়ে জাবিউল্লাহ মুজাহিদ কিছু বলেননি। তবে একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি জানিয়েছে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন।

এদিকে তালেবানেরই আরেক কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, অন্তত ২৮ জন মানুষ নিহত হয়েছেন। আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৯০। রয়টার্স  ও আনন্দবাজার পত্রিকা জানিয়েছে নিহতের সংখ্যা শতাধিক।

দুর্ঘটনার কথা জেনে স্থানীয় ব্যবসায়ী জালমাই আলোকজাই হাসপাতালে ছুটে এসেছেন। রক্তের প্রয়োজন আছে কিনা তা জানতে এসেছেন। এএফপিকে তিনি বলেন, ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে মৃতদেহ আনতে একাধিক অ্যাম্বুলেন্স সেখানে গেছে।

এদিকে আত্মঘাতী এ হামলার দায়-দায়িত্ব এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ