• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

গুরমিত রাম রহিম এবার শিষ্য খুনে দোষী সাব্যস্ত

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০২:৩২ পিএম

গুরমিত রাম রহিম এবার শিষ্য খুনে দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম আরও এক শাস্তির মুখে পড়েছেন। এবার তিনি শিষ্য খুনে দোষী সাব্যস্ত হলেন। হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রাম রহিম-সহ আরও পাঁচজনকে খুনের মামলায় দোষী সাব্যস্ত করেছেন। ধর্ষণের দায়ে ইতোমধ্যেই ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন রাম রহিম।

২০০২ সালের ১০ জুলাই কুরুক্ষেত্রের খানপুর কোলিয়া গ্রামে রাম রহিমের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। মৃত রণজিৎ সিংহের ছেলে রাম রহিমের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ করেন। সিবিআই-এর দাবি, এই খুনের পেছনে হাত ছিল রাম রহিমের। কারণ, রাম রহিম তার শিষ্যদের ওপর যৌন নির্যাতন চালাতেন। তার সন্দেহ ছিল, এই খবর বাইরে  প্রকাশ হওয়ার পেছনে রণজিৎ সিংহ রয়েছে। তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়।

২০১৭ সালের আগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিকের খুনের দায়ে রাম রহিমকে ২০ বছর জেলের সাজা দেন আদালত। বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে সাজা ভোগ করছেন তিনি।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ