• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

পুরোনো এটিএম মেশিন কিনে পেল লক্ষাধিক টাকা!

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০১:৫৫ পিএম

পুরোনো এটিএম মেশিন কিনে পেল লক্ষাধিক টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

তিন বন্ধু মিলে সস্তায় একটি পুরোনো এটিএম মেশিন কিনেছেন। মেশিনটি ছিল অকেজো। বাড়িতে এনে মেশিনটি খুলে যা দেখলেন তাতে তাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেননা ওই মেশিনটির মধ্যে ছিল রাশি রাশি টাকা।

তিন বন্ধু এটিএম মেশিনটি কিনেছিল ৩০০ ডলারে অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২২ হাজার টাকার কিছু বেশি দামে। তারা মেশিনটি খুলে দেখেন এটিএমের ধাতব বাক্সের ভেতরে রয়েছে ২০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যা দেড় লাখ টাকারও বেশি।

গোটা ঘটনার একটি ভিডিও টিকটকে দিয়েছেন তিন বন্ধু। তাতে দেখা যাচ্ছে হাতুড়ি, শাবল দিয়ে এটিএমটি খোলার চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত তারা সফল হন। ভিডিওটি যিনি রেকর্ড করেছেন তিনি ঘটনাটির প্রেক্ষাপটের বর্ণনাও দিয়েছেন। জানিয়েছেন, এক ব্যক্তি এই শর্তেই তাদের ওই মেশিনটি বিক্রি করেছিলেন যে ভেতরে যদি কিছু থাকে তবে তা ক্রেতারাই পাবেন।

ঘটনাটি বিদেশের। তবে কোনো দেশ বা কোন শহরের তা জানা যায়নি। টিকটক ভিডিওতে ওই তিন বন্ধু জানিয়েছেন, তারা ভেবেছিলেন কিছু টাকা থাকবে। তবে তার পরিমাণ যে দেড় লাখ ছাড়াবে, তা কল্পনাও করেননি।

সূত্র : আনন্দবাজার

 

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ