• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

টোকিওতে শক্তিশালী ভূমিকম্পের হানা

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১১:১০ পিএম

টোকিওতে শক্তিশালী ভূমিকম্পের হানা

আন্তর্জাতিক ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকাগুলোতে। স্থানীয় সময় বৃহস্পতিবার ( অক্টোবররাত ১০টা ৪১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। যার মাত্রা ছিল রিখটার স্কেলের দশমিক ১। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের কারণে টোকিও এর আশপাশের ভবনগুলো দুলেছে। স্থানীয় বাসিন্দাদের ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

জাপানের আবহাওয়া সংস্থার প্রাথমিক তথ্য বলছে, রাজধানী টেকিওর পূর্বাঞ্চলের চিবা শহর থেকে উৎপত্তি হয়েছিল ভূমিকম্পের। শহরটির প্রায় ৮০ কিলোমিটার ভূগর্ভে এর উৎপত্তি হয়। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএ বলছে, ৬১ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল দশমিক ৯।

ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে কিছু বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় সংবাদমাধ্যম টোকিও এবং এর আশপাশের এলাকার খবর দিয়ে বলেছে, কম্পনের কারণে সেখানে গুরুতর কোনো প্রভাব দেখা যায়নি। আঞ্চলিক পারমাণবিক কেন্দ্রগুলোতেও পরীক্ষা-নিরীক্ষা চলছে; তবে এখন পর্যন্ত এতে অস্বাভাবিকতার কোনো খবর পাওয়া যায়নি।

তবে ভূমিকম্পের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টোকিওর শত শত বাড়িঘ সম্প্রতি টোকিওতে যে কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে তার মধ্যে বৃহস্পতিবারেরটি তুলনামূলক শক্তিশালী ছিল। জাপানে প্রায়ই ধরনের ভূমিকম্প আঘাত হানে।

গত সপ্তাহেও জাপানের উত্তরপশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় দশমিক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি।

২০১১ সালের ১১ মার্চ জাপানের সাগরের তলদেশে শুরু হওয়া এক ভূমিকম্পের দুঃসহ স্মৃতি এখনও জাপানিদের তাড়া করে ফেরে। ওই ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ নিহত হন।

 

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ