প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৫:৪৯ পিএম
চুল সৌন্দর্যের প্রতীক। চুল নিয়ে অনেকের যেমন মনসন্তুষ্টি রয়েছে, তেমনি রয়েছে দুশ্চিন্তা। অনেক নারী লম্বা চুল রাখতে চান। আবার অনেকের লম্বা
চুল পছন্দ নয়। কেননা লম্বা চুলের যত্ন নেওয়া মোটেও সহজ কাজ নয়। তাই অনেকের লম্বা
চুল পছন্দ হলেও তা রাখতে পারেন না। তার মাঝেও অনেকে চুল দীর্ঘ করেন কিন্তু একটা
সময় তাকে রণে ভঙ্গ দিতে হয়। কেননা চুল ঠিক রাখতে তার দিনরাতের অনেকটা সময় চলে যায়।
তবে এর ব্যতিক্রম রয়েছে। তাই তো দীর্ঘ চুল রেখে কেউ কেউ রেকর্ড বুকে নাম লিখিয়ে
নেন।
তেমন এক নারী ভারতের মহারাষ্ট্রের আকাঙ্ক্ষা যাদব। তার চুলের অবস্থা দেখলে অবাক হতে হয়। কেননা
রাস্তায় কোনো নারীর কোমর পর্যন্ত চুল দেখে অনেকেই চোখ ফেরাতে পারেন না। কিছুক্ষণ দাঁড়িয়ে বিস্ময় প্রকাশ করেন। সেখানে আকাঙ্ক্ষা যাদবের চুল কোমর ছাড়িয়েছে অনেক
আগে। হাঁটুও অতিক্রম করে গেছে। এখন ছেড়ে দিলে তা মাটিতে গড়াগড়ি খায়। অর্থাৎ তার নিজের
উচ্চতার থেকেও চুল অনেক বেশি লম্বা। দুই, চার বা পাঁচ ফিট
নয়, আকাঙ্ক্ষার চুলের দৈর্ঘ্য ৯ ফিট ১০.৫ ইঞ্চি
লম্বা। এবার বুঝুন অবস্থা।
অবাক ব্যাপার বটে। এত লম্বা চুলের কারণেই লিমকা বুক অব ওয়ার্ল্ড
রেকর্ডসের ২০২০-২০২২এ নাম উঠেছে আকাঙ্ক্ষার। বিশ্বের সবথেকে লম্বা চুলের
অধিকারিণী হিসেবে নাম উঠেছে তার। ২০১৯ সালেও সবথেকে লম্বা চুলের অধিাকারিণী
হয়েছিলেন আকাঙ্ক্ষা। তারপর থেকে আজ পর্যন্ত কেউ তার রেকর্ড ভাঙতে পারেননি।
আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। মাঝে মাঝেই ছবি পোস্ট করেন তিনি। আর তার লম্বা চুলের ছবি দেখে অবাক হন নেটিজেনরা। আকাঙ্ক্ষা জানান, লম্বা চুল রাখার জন্য বিশ্ববাসীর কাছে পরচিতি পাওয়া সত্যিই খুব অবাক করার মতো ঘটনা। তবে তিনি এতে খুশি।
এত বড় চুল রক্ষণাবেক্ষণ করা কঠিন কাজ মনে হলেও আকাঙ্ক্ষা মোটেও তা মনে করেন না। চুলের যত্নে তার যে দিন-রাত পার হয়ে যায় তা কিন্তু
নয়। এই দীর্ঘ চুলের যত্নে তিনি নাকি মাত্র ২০ মিনিট সময় ব্যয় করেন। তবে কিভাবে
চুলের যত্ন নেন সেই রহস্য খোলাসা করতে রাজি নন তিনি।
শামীম/এম. জামান