প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০১:০৩ এএম
অপকর্মের
প্রতিবাদ জানিয়ে মাথা ন্যাড়া করে বিজিপি থেকে পদত্যাগ করেছেন ভারতের ত্রিপুরার বিধায়ক আশিস দাস। শুধু তা করেই থেমে
থাকেননি। কলকাতার কালীঘাট মন্দিরে ধর্মীর আচার পালন করতেও দেখা যায় তাকে। গঙ্গায় গোসলও করেছেন তিনি। টুইটারে তৃনমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে এ ভিডিও পোষ্ট
করার পর ভাইরাল হয়েছে
তা ।
বিজেপি বিধায়ক জানান, অপশক্তিকে দমনের জন্য ও ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক অরাজকতা কাটিয়ে শান্তির বার্তা দেওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত। বিধায়ক আরও জানান, এতদিন ধরে মোদির দল করায় প্রায়শ্চিত্ত করবেন বলে মনস্থির করেছিলেন তিনি।
মঙ্গলবার (৫ অক্টোবর) আদিগঙ্গার ঘাটে মাথা ন্যাড়া করেন ত্রিপুরার বিজেপি বিধায়ক আশিস দাস। বুধবার (৬ অক্টোবর) মহালয়ার দিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন আশিস।
২০২৩ সালে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের আগে তার যোগদানে তৃণমূল শিবিরকে উজ্জীবিত করবে বলে ধারণা করা হয়।
ইফাত