• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

মহানবীকে নিয়ে ব্যক্তচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১২:০২ পিএম

মহানবীকে নিয়ে ব্যক্তচিত্র আঁকা সুইডিশ কার্টুনিস্ট সড়ক দুর্ঘটনায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। মহানবী হজরত মুহাম্মদকে (স.) নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিলেন তিনি।

বিবিসি জানায়, রোববার (৩ অক্টোবর) পুলিশের একটি গাড়িতে সফর করার সময় সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কারিড শহরের কাছে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটলে লার্স ভিকস নিহত হন। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজন পুলিশ সদস্যও আহত হন। সুইডিশ পুলিশের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নয়।

সুইডিশ পুলিশ এখনও ওই দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৭৫ বছর বয়স্ক লার্স ভিকসের একজন কাছের মানুষ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

২০০৭ সালের ১১ জুন লার্স ভিকস কালিতে আঁকা তিনটি কার্টুন এক প্রদর্শনীতে জমা দেন।  হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কন করা ছিল ওই তিনটি কার্টুনে। ২০ জুলাই প্রদর্শনী শুরু হওয়ার আগের দিন আয়োজকরা ভিকসের আঁকা কার্টুন সরিয়ে ফেলে। পরবর্তীতে ওই কার্টুন ডেনমার্কের স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এর পর থেকেই সারা বিশ্বের মুসলিম প্রধান দেশ থেকে তীব্র প্রতিবাদ আসতে থাকে। এছাড়া ওই পত্রিকার কার্যালয়ের বাইরে ব্যাপক বিক্ষোভ হয়।

এ ঘটনায় ওই পত্রিকার অফিসের বাইরে পুলিশ নিরাপত্তাব্যবস্থা জোরদার করে তোলে। পাশাপাশি অফিসের কর্মকর্তাদের জন্য দেহরক্ষী রাখতে বাধ্য হয়। কেননা তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

কার্টুনিস্ট ভিকস অনেকগুলো প্রাণনাশের হুমকি পান। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী ভিকসের মাথার জন্য ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে। এর পর  পুলিশি নিরাপত্তায় চলাচল করতেন লার্স ভিকস।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ