• ঢাকা বৃহস্পতিবার
    ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ : মমতা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৬:১১ পিএম

সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ : মমতা

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বহাল থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি।

জয়ের পর ভারতের আলোচিত রাজনীতিবিদ বলেছেন, ‘সারা বাংলা খুব আঘাত পেয়েছিল যখন সব ভোটে জিতেও একটায় জিততে পারিনি। সেটা নিয়ে আদালতে মামলা চলছে। সেটা নিয়ে এখন কিছু বলছি না। অনেক চক্রান্ত চলেছিল। সব চক্রান্ত জব্দ করে দিয়েছে বাংলার মানুষ, ভবানীপুরের মানুষ। ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী।

এ সময় তিনি ঘোষণা দেন, ‘শান্তিপুর উপ-নির্বাচনে তৃণমূলের প্রার্থী হবেন ব্রজকিশোর গোস্বামী। দিনহাটার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন উদয়ন গুহ। খড়দহ কেন্দ্রের উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

গোসাবা আসনেও উপ-নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘গোসাবায় নির্বাচন হবে। তবে, সেই কেন্দ্রে কে প্রার্থী হবেন, তা সুব্রত বক্সী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর ঠিক হবে। এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী হওয়ায় দৌড়ে আছেন বাপ্পাদিত্য নস্কর সুব্রত মণ্ডল।

নূর/এম. জামান

আর্কাইভ