• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে আদালতে যাচ্ছেন মুসলিমরা

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০২:৩৮ পিএম

বেলজিয়ামে পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে আদালতে যাচ্ছেন মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

বেলজিয়ামের একটি শীর্ষ আদালত ইসলামি রীতিতে পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর প্রতিবাদে স্থানীয় মুসলিমরা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন।

ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটে বেলজিয়ামের মুসলিম সংগঠনের নেতারা দেশটির সাংবিধানিক আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে শুক্রবার (১ অক্টোবর) ঘোষণা দিয়েছেন।   

বেলজিয়ামে দুটো মুসলিম সংগঠনের নেতারা এ আইনি পদক্ষেপের ঘোষণা দেন। এর আগে গত বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালত মুসলিমদের হালাল পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে শুক্রবার এক বিবৃতিতে মুসলিম সংগঠন দুটি মানবাধিকার আদালতে যাওয়ার ওই ঘোষণা দেয়।

২০১৯ সাল থেকে দেশটির অধিকার কর্মীরা মুসলিম ও ইহুদি রীতিতে পশু জবাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তাদের দাবি, এভাবে পশু জবাই করা অমানবিক কাজ। জবাইয়ের আগে অবশ্যই এগুলোকে অচেতন করে নিতে হবে।

এ ব্যাপারে মুসলিমদের পাশাপাশি ইহুদিরাও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে দেশটির আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে।


 শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ