• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাকিস্তানে শুধু নারীদের জন্য মার্কেট হচ্ছে

প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ০৭:৪২ পিএম

পাকিস্তানে শুধু নারীদের জন্য মার্কেট হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মার্কেট তৈরি হচ্ছে। তবে এ মার্কেটের একটি বিশেষত্ব রয়েছে। এ মার্কেটে কোনো পুরুষ ক্রেতা বা বিক্রেতার প্রবেশাধিকার থাকবে না। শুধু নারীদের জন্য এই বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে। শুধু নারীরাই ব্যবসা পরিচালনা করবেন। নারীরা যেন অর্থনীতিতে অবদান রাখতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রশিদ বুধবার ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে এই ঘোষণা দেন।

বৈঠকে শেখ রশিদ, নারীদের এগিয়ে এসে জীবনের সর্বক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে ইতোমধ্যে মেয়েদের জন্য দুইটি বিশ্ববিদ্যালয় আছে। রাওয়ালপিন্ডিতে মেয়েদের জন্য শিগগিরই আরেকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

 

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ