• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

ইকুয়েডরের কারাগারে সহিংসতায় ১১৬ কয়েদি নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:২১ এএম

ইকুয়েডরের কারাগারে সহিংসতায় ১১৬ কয়েদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইকুয়েডরের কারাগারে কয়েদিদের মধ্যে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে।  এতে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

ইকুয়েডরের কর্মকর্তারা বলছেন, গুয়ায়েকুইল শহরে অবস্থিত কারাগারে প্রতিপক্ষ গ্যাংয়ের কয়েদিদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। তাতে ১১৬ জন নিহত হন।

জানা গেছে, সহিংসতায় আরও অন্তত ৮০ জনের বেশি কয়েদি আহত হয়েছেন। দেশটির কারাগারে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। তবে এতটা মারাত্মক আকার কখনও ধারণ করেনি। এর আগে কারাগারে সংঘটিত সহিংসতায় এত কয়েদি কখনও হতাহতও হননি।

আরও জানা গেছে, কারাগারে শিরচ্ছেদের ঘটনা ঘটেছে। ২৮ সেপ্টেম্বর অন্তত পাঁচজন কয়েদির শিরশ্ছেদ করা হয়। বাকিরা গুলিতে নিহত হয়েছেন।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ