• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

১০ মিনিটে ১.৫ লিটার কোমল পানীয় পানে প্রাণ গেল তরুণের

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৬:০০ পিএম

১০ মিনিটে ১.৫ লিটার কোমল পানীয় পানে প্রাণ গেল তরুণের

আন্তর্জাতিক ডেস্ক

প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিলেন ২২ বছরের তরুণ। তৃষ্ণা মেটাতে হাতের সামনে পেয়ে যান ঠাণ্ডা পানীয়। প্রচণ্ড গরমের মধ্যে ঠাণ্ডা পানীয় ভালোই লাগে তার। ১০ মিনিটে দেড় লিটার ঠাণ্ডা পানীয় পান করে ফেলেন। এরপরই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান ওই তরুণ।

চীনের রাজধানী বেইজিংয়ে ঘটেছে এই ঘটনা। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রচুর পরিমাণ কোমল পানীয় পান করায় তার শরীরে বিপুল গ্যাস তৈরি হয়েছিল, যার জেরে মৃত্যু হয়েছে ওই তরুণের।

২২ বছরের ওই তরুণের নাম জানা যায়নি। তবে দেড় লিটার ঠাণ্ডা পানীয় পান করার ৬ ঘণ্টা পর প্রবল পেটে ব্যথা নিয়ে বেইজিংয়ের চাওয়াং হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের জানান, গরম থেকে রেহাই পেতে তিনি একসঙ্গে দেড় লিটার কোমল পানীয় পান করেছেন।

হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, একসঙ্গে এত বেশি কোমল পানীয় পান করায় ওই তরুণের অন্ত্রে গ্যাস তৈরি হতে শুরু করেছিল। বিপুল পরিমাণ গ্যাসের কারণে যকৃতে অক্সিজেনের অভাব, হৃদ-স্পন্দন বেড়ে যাওয়া ও রক্তচাপ কমে গিয়েছিল তার।

চিকিৎসকেরা ওই তরুণের সিটিস্ক্যানও করেছিলেন। স্ক্যানের রিপোর্টেই গ্যাসের ব্যাপারটি ধরা পড়েছে। পাশাপাশি ওই যুবকের যকৃতে আগে থেকেই সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতালে ভর্তি হওয়ার ১৮ ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়েছে।

 শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ