• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ১১:০১ এএম

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। রূপাহারে বুধবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্ঘটনা ঘটায় কতজন মারা গেছে তা এখনও জানা যায়নি। তবে এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। মৃতদের সবাই শ্রমিক বলে জানা যায়। চালক অপ্রকৃতিস্থ থাকাতেই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।

পাকুড় থেকে লখনৌ যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিকট আওয়াজ পাবার পরে এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখেন নয়ানজুলির জলে বাসটি পড়ে রয়েছে। বাসে আটকে থাকা যাত্রীরাও চিৎকার করতে থাকেন। বাসটির অর্ধেকটা ডুবেই ছিল। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। বাসের কাঁচ ভেঙে বহু মানুষকে উদ্ধার করা হয়। খবর পেয়ে দমকলও চলে আসে। তারাও বেশ কয়েকজনকে উদ্ধার করেন। তবে পানিতে কেউ আছেন কিনা তারা তা বুঝতে পারেননি। বাসে সঠিক কত লোক ছিলেন, তা এখনও জানা যায়নি। তবে শিশু সমেত প্রায় ৫০ লোক ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাসটি ঝাড়খণ্ডের পাকুর থেকে লখনৌ যাচ্ছিল বলে জানা গেছে।

খবর পেয়েই এলাকায় পুলিশ ও দমকল খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায়। যাদেরকে বাস থেকে উদ্ধার করা হয়, তাদেরকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে।

এক যাত্রীর অভিযোগ, নয়ানজুলিতে পড়ার আগে বাসটি একটি অন্য গাড়ির সঙ্গে ধাক্কাও মারে। পুলিশ সূত্রে জানা গেছে, বাসের মধ্যে থেকেই মৃত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। অপরজনের মৃত্যু হয় হাসপাতালে। এই দুর্ঘটনার একাধিক কারণ উঠে আসছে।

শামীম/এএমকে

আর্কাইভ