• ঢাকা বৃহস্পতিবার
    ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

ফুসফুস প্রতিস্থাপন : কলকাতার হাসপাতালের ইতিহাস

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৫:৫৭ পিএম

ফুসফুস প্রতিস্থাপন : কলকাতার হাসপাতালের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্ক

অসম্ভবকে সম্ভব করেছেন কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা। ফুসফুসে প্রতিস্থাপন করেছেন তারা। এ জন্য অস্ত্রোপচারে সময় লেগেছে ৬ ঘণ্টা। রোগীকে আপাতত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। সোমবার (২০ সেপ্টেম্বর) অসম্ভব এ কাজটি করেছেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা

যে রোগীর শরীরে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছে, তার শরীরে এই ফুসফুস কেমন কাজ করছে তা বুঝতে ৭২ ঘণ্টা সময় নিচ্ছেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গের চিকিৎসা জগতে এ ঘটনাটিকে নতুন ইতিহাস বলেই মনে করা হচ্ছে।    

কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে ১০৩ দিন ধরে ভর্তি ছিলেন ৪৬ বছর বয়সী এক রোগী। তার ফুসফুস একেবারেই কাজ করছিল না। আগের দুই মাস ধরে তাকে একমো সাপোর্ট দিয়ে রেখেছিলেন চিকিৎসকেরা। তবে শেষের দিকে এসে সেটিও আর কাজ করছিল না। ফলে চিকিৎসকের হাতে শেষ অস্ত্র ছিল ফুসফুস প্রতিস্থাপন। ওই রোগীর পরিবারকে বিষয়টি জানাতে তারা ফুসফুসের সন্ধান শুরু করেন।

এরই মধ্যে ওই রোগীর স্বজনদের কাছে খবর আসে গুজরাটের সুরাটে এক রোগীকে ব্রেনডেড ঘোষণা করা হয়েছে। আর মৃত্যুর এই খবরেই নতুন করে প্রাণ ফিরে পান এই রোগীর স্বজনেরা। এরপর দুই রোগীর স্বজনদের যোগাযোগ হয়, কথা হয় দুই হাসপাতালের চিকিৎসকদের। সব কিছুর সমন্বয় করে সোমবার সুরাট থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতায় নিয়ে আসা হয় ফুসফুসটি। 

ওইদিন রাতে দমদম বিমানবন্দরে ফুসফুসটি পৌঁছানোর পর গ্রিন করিডোর করে তা নিয়ে আসা হয় হাসপাতাল পর্যন্ত। ওই রাতেই অস্ত্রোপচার করে ফুসফুস প্রতিস্থাপন করেন চিকিৎসকেরা। কলকাতায় তো বটেই, পুরো পশ্চিমবঙ্গেই এই প্রথম ফুসফুস প্রতিস্থাপন করা হলো।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ