প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০২:৫৪ পিএম
আগামী মাস থেকেই মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে বলে জানিয়েছেন ইরাকের
প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি। প্রথম ধাপে যুদ্ধসেনাদের ইরাক থেকে প্রত্যাহার করা
হবে বলে জানান তিনি।
কিছু সেনা কর্মকর্তাকে ইরাকে রেখে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও
পরামর্শ দেওয়ার জন্য।
ইরাকের এক এমপিও গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। গত জুলাইয়ে বাগদাদ-ওয়াশিংটন
চুক্তির আলোকেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।
ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেন, ‘২০২২ সালের ১
জানুয়ারির পর ইরাকে আর কোনো মার্কিন যুদ্ধসেনা থাকবে না। তবে সেনা প্রত্যাহারের পরও মার্কিন জোট ইরাকের বিভিন্ন স্থানে আইএস লক্ষ্যবস্তুতে
বিমান ও ড্রোন হামলা চালাতে পারে।
বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। এদের মধ্য থেকে কতজন ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাগদাদে অবস্থান করবে তা জানানো হয়নি।
মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও
গত বছর গণমাধ্যমকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন।
২০০৩ থেকে আল-কায়েদা দমনের নামে ইরাকে হামলা চালায় মার্কিন সামরিক জোট।
শামীম/এম. জামান