• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আফগানদের নতুন লড়াইয়ে প্রতিপক্ষ ক্ষুধা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০১:১৫ পিএম

আফগানদের নতুন লড়াইয়ে প্রতিপক্ষ ক্ষুধা

আন্তর্জাতিক ডেস্ক


আফগানিস্তানের রাজধানী কাবুলের জনজীবনে এখনও ছন্দ ফেরেনি। তাদের লড়াই যে শেষ হচ্ছে না। তালেবান নিয়ন্ত্রণের কারণে জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন আনতে হবে কাবুলের বাসিন্দারা তাও বুঝে উঠতে পারছেন না। তবে একটা বিষয় এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে- আর তা হচ্ছে শহরের নিম্নবিত্তদের জন্য ক্ষুধা। কাবুলে এখন এটা বড় এক সমস্যা। দীর্ঘ লড়াই শেষে তাদের এখন ক্ষুধার বিরুদ্ধে লড়তে হচ্ছে।

গত সপ্তাহ থেকে কাবুলের রাস্তায় জনসাধারণের মধ্যে সবচেয়ে বেশি শোনা গেছে যেই কথাটি, তা হলো খাবারের দাম বেশি, সন্তানদের তিন বেলা খাওয়া জোটাতে হিমশিম খাচ্ছেন দরিদ্র্য পরিবারের বাবা-মা। 

এখন প্রায় প্রতিদিনই কাবুলের রাস্তায় শত শত নির্মাণ শ্রমিককে দেখা যায়, যারা কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকেন দিনভর। কিন্তু কোনো লাভ নেই, কারণ শহরের বড় বড় নির্মাণ প্রকল্প বন্ধ হয়ে গেছে। ব্যাংকগুলোও বন্ধ। বিদেশি দাতা সংস্থাও বন্ধ করেছে তাদের আর্থিক সহায়তা।

কখনও দু-একটা কাজের জন্য এক দল শ্রমিককে ভাড়া করা হলে ক্ষুব্ধ হচ্ছেন অন্য শ্রমিকেরা, কারণ তাদের পেটেও ক্ষুধা।

এমনই এক শ্রমিক হায়াত খান। তিনি বলছেন, ‘ধনী ব্যাক্তিরা শুধু নিজেদের নিয়েই ভাবে, দরিদ্রদের নিয়ে নয়। হতাশার সঙ্গে তিনি বলেন, ‘আমি রুটিও কিনতে পারছি না। বিশ্বাস করুন আমি একটি ডলারও খুঁজে পাচ্ছি না। ধনী ব্যক্তিরা পশ্চিমা সাহায্যের ডলার এখন খরচ করছে নাসঞ্চয়ে রেখেছে।’

হায়াত খানের চেয়ে কিছুটা সৌভাগ্যবান মোহাম্মদ আনোয়ার। কারণ তিনি এখনও একটি অফিসে কাজ করতে পারছেন। তিনি আমেরিকানদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে বলেন, ‘তারা আফগান সরকারের যে টাকা নিয়ে গেছে তা যেন আল্লাহর নামে ফেরত দেয় এবং তা যেন আফগানিস্তান পুনর্নির্মাণে ব্যবহার হয়।’ 

এ দিকে ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে খাবার কিনছেন কাবুলের মধ্যবিত্ত পরিবারগুলো। তবে সেখানেও বিপত্তি, পুরনো জিনিসের ক্রেতাদের হাতেও পয়সা নেই। 

দেশটিতে দরিদ্যসীমার নিচে থাকা হাজারও নাগরিক এত দিন জীবন ধারণ করেছে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে। এসব অর্থায়নের প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার এখনও আফগানিস্তানের দেন্দ্রীয় ব্যাংকে জমা আছে। তবে তা তালেবানের হাতে যাতে না যায়, সেই ব্যবস্থাই করে রেখেছে যুক্তরাষ্ট্র। যে কারণে এই অর্থ দেশটির দরিদ্র জনগোষ্ঠীর কাজেও লাগছে না।

তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর আফগান নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, নারী শিক্ষা এবং নারী অধিকার নিয়ে বিশ্বজুড়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি জরুরি, ক্ষুধার সমস্যা সমাধান  করা, বলছেন সেখানকার খেটে খাওয়া মানুষ।

এ অবস্থায় যেসব দেশ তালেবানের বিরুদ্ধে কিন্তু আফগানদের সাহায্য করতে চায় তারাই এখন দ্বিধায়। এমন দেশগুলো বলছে, সাহায্য পেতে হলে তালেবানকে একটি কার্যকর রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তা না হলে দেশটি আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে এবং জিহাদি ও চরমপন্থীদের ঘাঁটি হয়ে উঠতে পারে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ