• ঢাকা শুক্রবার
    ১৫ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

করোনার টিকায় যৌন ক্ষমতা কমতে পারে!

প্রকাশিত: মে ৯, ২০২১, ০১:৪৩ পিএম

করোনার টিকায় যৌন ক্ষমতা কমতে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

শিরোনামের খবরটি বিজ্ঞানসন্মত নয় বলে দাবি করেছেন একদল ইসরায়েলি বিজ্ঞানী। তারা বলছেন, এটা পুরোপুরিই গুজব।  নেট দুনিয়ায় কত রকম যে রটনা রটে তা বলে বা লিখে শেষ করা যায় না।

সম্প্রতি বিল গেটস দম্পতির বিবাহ বিচ্ছেদকে উপলক্ষ করে কিছু রটনাকারী এই অপপ্রচার চালিয়েছেন। তারা বলেছেন, করোনা প্রতিরোধে যারা ফাইজারের টিকা নিয়েছেন তাদের শুক্রাণুর সংখ্যা হ্রাস পাবে। তাদের যৌন সক্রিয়তাও কমে যাবে। 

এ বিষয়টির সত্যতা নিরূপণে ইসরায়েলের একদল বিজ্ঞানী গবেষণা করেছেন। সেই রিপোর্টটি বিজ্ঞান গবেষণাভিত্তিক একটি পত্রিকায় প্রকাশ হয়েছে। ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ফাইজারের করোনা টিকার সঙ্গে শুক্রাণু কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই।

ফাইজারের টিকা নিয়েছেন, এমন ৪৩ জন পুরুষের ওপর তারা এই গবেষণা চালিয়েছেন। টিকা দেয়ার আগে এবং এক মাস পরে নেয়া শুক্রাণু পরীক্ষা করেছেন। তাতে আগে এবং পরে নেয়া শুক্রাণুর সংখ্যা ও যৌন সক্রিয়তা কমে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি কোনো পরিবর্তনও দেখা যায়নি। 

অহেতুক ভয় না পেয়ে সব পুরুষেরই প্রতিষেধক নেয়ার আহ্বান জানিয়েছেন ওই চিকিৎসকরা। যেসব দম্পতি সন্তানের জন্ম দেয়ার পরিকল্পনা করছেন, তাদেরও নিশ্চিন্তে প্রতিষেধক নেয়ার কথা জানিয়েছেন তারা। 

তারা বলেছেন, ফাইজারের টিকার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে। সেই প্রতিক্রিয়া সম্পর্কে সাবধান থাকতে হবে। যেমন- ঘুম না আসা, খাওয়ার ইচ্ছা চলে যাওয়ার মতো কিছু ঘটনা কারও কারও ক্ষেত্রে হতে পারে।

এবি/এএমকে
আর্কাইভ