• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সু চিকে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৬:২২ পিএম

সু চিকে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকতে হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারের সামরিক জান্তা এবার ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছে। ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এ অভিযোগের বিচারে সেনাসরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে তাকে।


শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সু চির আইনজীবীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে গৃহবন্দি আছেন সাবেক সরকারি দলের নেতা সু চি। তার বিরুদ্ধে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনাসরকার।


সু চির আইনজীবী খিন মং জ জানিয়েছেন, শান্তিতে নোবেলজয়ী নেতার বিরুদ্ধে নতুন করে দুর্নীতির চারটি অভিযোগ এনেছে সেনাসরকার। আগামী পহেলা অক্টোবর থেকে সেসব অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরু হবে। প্রত্যেকটি অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড হতে পারে।


এসব ছাড়াও সু চির বিরুদ্ধে ঘুষ হিসেবে স্বর্ণ গ্রহণ এবং ঔপনিবেশিক আমলের নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে সামরিক জান্তা। এই মামলাগুলো শুনানির জন্য এখনও আদালতে উপস্থাপন করা হয়নি।


সু চির আইনজীবী জানিয়েছেন, সেনানিয়ন্ত্রিত আদালতে সু চির বিরুদ্ধে রায় দেওয়া হলে তাকে কয়েক দশক কারাগারে থাকতে হতে পারে। অর্থাৎ ৭৬ বছরের সু চিকে আমৃত্যু কারাগারে রাখার পরিকল্পনা করছে সামরিক জান্তা।


শামীম/ডাকুয়া

আর্কাইভ