• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বাংলাদেশিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত: মে ৯, ২০২১, ১০:০৪ এএম

বাংলাদেশিদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

মহামারি করোনার সংক্রমণ রোধে বাংলাদেশি নাগরিকদের মালদ্বীপ প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শনিবার (৮ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন।

রোববার (৯ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। 

এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশসমূহ (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান) থেকে ওয়ার্ক পারমিট ভিসাধারী ব্যক্তিদের মালদ্বীপে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা ৯ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে।

এর আগে, বাংলাদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, ইতালি, সিঙ্গাপুর ও মালয়েশিয়া।

সবুজ/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ