• ঢাকা বুধবার
    ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

মার্কিন বিমানে হিজাব পরা মুসলিম নারীর ওপর হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৫:২৭ পিএম

মার্কিন বিমানে হিজাব পরা মুসলিম নারীর ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিশিগানে বিমানে এক শ্বেতাঙ্গ উগ্রবাদী নারী হিজাব পরা এক মুসলিম নারীর ওপর বর্ণবাদী হামলা চালিয়েছেন। ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত। 

মুসলিমবিদ্বেষী হামলার শিকার আয়শা তৌরি নামে ওই নারী মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষক দলের সহকারী। গত ১১ সেপ্টেম্বর আটলান্টা থেকে স্পিরিট এয়ারলাইন্সের একটি বিমানে করে মিশিগান আসছিলেন। সময় এক শ্বেতাঙ্গ নারী তার হিজাব দেখে মুসলিম সন্ত্রাসী বলে চিৎকার করতে করতে তার মুখে কিলঘুষি মারতে থাকেন এবং বর্ণবাদী ধর্মবিদ্বেষী গালাগাল দিতে থাকেন।

ঘটনা বিমানের এক যাত্রী ভিডিও করে সামাজিত যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মানবাধিকার কর্মীরা নিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। বিষয়টি স্থানীয় ওয়েন কাউন্ট্রি আদালতের নজরে এলে বর্ণবাদী হামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়।

স্পিরিট এয়ারলাইন্সের কর্মীরাও শ্বেতাঙ্গ ওই যাত্রীর বর্বর আচরণে বিব্রত বলে জানিয়েছেন। তারা বলেন, ‘এই যাত্রীকে পরে আর তারা তাদের বিমানে ভ্রমণের সুযোগ দেবেন না।

শামীম/এম. জামান

আর্কাইভ