• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

কলকাতা ‘নিরাপদতম’ শহর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৪:২৮ পিএম

কলকাতা ‘নিরাপদতম’ শহর

আন্তর্জাতিক ডেস্ক

অপরাধের নিরিখে ভারতের অন্য সব মেট্রো শহরের মধ্যেনিরাপদতমশহর কলকাতা। দেশটির কেন্দ্রীয় সংস্থার দেওয়া রিপোর্টেই তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, গত তিন বছরে নিয়মিত হারে কলকাতায় অপরাধের সংখ্যা কমেছে। এমনকি, মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনাতেও দিল্লি, ব্যাঙ্গালুরু, মুম্বাইয়ের মতো শহরগুলো থেকে বেশি নিরাপদ কলকাতা।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ভারতের জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) গত এক বছরের অপরাধের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০শীর্ষক সেই রিপোর্টে মোট অপরাধের সংখ্যা দেশের অন্য মেট্রোশহরগুলোর থেকে কলকাতায় অনেকটাই কম। এনসিআরবি-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে প্রত্যেক লাখ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। যেখানে চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭., দিল্লিতে ১৬০৮., আহমেদাবাদে ১৩০০, ব্যাঙ্গালুরুতে ৪০১. এবং মুম্বাইয়ে ৩১৮.৬।

গত দুই বছরের তুলনায় সামগ্রিকভাবে নথিভুক্ত অপরাধের সংখ্যাও কমেছে কলকাতায়। ২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯৬৮২। ২০১৯- সেই সংখ্যা কমে হয়েছিল ১৭৩২৪। তার পর ২০২০ সালে শহরে মোট অপরাধের সংখ্যা আরও কমে হয়েছে ১৫৫১৭। যেখানে মুম্বাইয়ে গত এক বছরে অপরাধের সংখ্যা ৫০১৫৮, দিল্লিতে ২৪৫৮৪৪। চেন্নাইয়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৮৮৩৮৮। গুজরাটের আহমেদাবাদে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৬১৩৯৫।

তথ্য এবং পরিসংখ্যান বলছে, মেয়েদের বিরুদ্ধে হওয়া নারীঘটিত অপরাধের সংখ্যাতেও দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালুরুর থেকে নিরাপদ কলকাতা শহর। গত এক বছরে কলকাতায় মেয়েদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা ২০০১। ব্যাঙ্গালুরুতে সেই সংখ্যা ২৭৩০। দেশের রাজধানী দিল্লিতে ৯৭৮২। প্রসঙ্গত, দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ে নথিভুক্ত অপরাধের সংখ্যা ৪৫৮৩টি। ধর্ষণ এবং পণ না দেওয়ায় মৃত্যুর ঘটনাতেও দিল্লি, ব্যাঙ্গালুরু এবং মুম্বাইয়ের থেকে পিছিয়ে রয়েছে কলকাতা।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ