প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ১২:৩৪ পিএম
মার্কিন র্যাপার লিল
উজি ভার্ট, গত ফেব্রুয়ারি মাসে
অস্ত্রোপচার করে কপালে পৌনে
দুইশ কোটি টাকা মূল্যের
হীরা বসিয়ে আলোচনায় এসেছিলেন। মূলত শখ করেই
তিনি ১১ ক্যারেটের সেই
হিরা কিনে কপালে বসিয়েছিলেন।
তবে সেই হিরা তার
কপালে টিকল না। কপাল
কেটে হিরা ছিনিয়ে নিয়ে
যাওয়ার অভিযোগ তুলেছেন ওই র্যাপার।
খবর : সিএনএনের।
জানা
গেছে, হিরাটির মূল্য ২৪ মিলিয়ন ডলার
(বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৫ কোটি টাকা)।
সম্প্রতি
মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো
করতে গিয়েছিলেন লিল। শো করার
সময় তিনি যখন মঞ্চ
থেকে দর্শকদের মাঝে নেমে আসেন,
তখনই তাকে ঘিরে ধরেন
ভক্তরা। অভিযোগ, তাদের মধ্যে থেকেই কেউ তা চুরি
করে নিয়েছেন।
লিল
আরও জানিয়েছেন, এই মহামূল্যবান হিরা
কেউ যাতে চুরি করতে
না পারে সে জন্যই
কপালে বসিয়েছিলেন তিনি। লিল বলেন, “২০১৭
সালে এই হিরেটি চোখে
পড়ে। তার পর থেকেই
হিরেটি কেনার সিদ্ধান্ত নিই। ১৭৫ কোটি
টাকায় সেটি গয়না ডিজাইনার
ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে
নিই।”
গত
ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করে কপালে হিরেটি
লাগিয়েছেন লিল। ১১ ক্যারেটের
হিরেটির বিমাও করিয়েছিলেন।
সবুজ/এএমকে