• ঢাকা রবিবার
    ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

কবরস্থানে কঙ্কালের সঙ্গে সন্ন্যাসিনীর নৃত্য!

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:১১ পিএম

কবরস্থানে কঙ্কালের সঙ্গে সন্ন্যাসিনীর নৃত্য!

আন্তর্জাতিক ডেস্ক

পৃথিবীর অন্যতম শান্তি বা পবিত্র জায়গাগুলোর মধ্যে কবরস্থান একটি। তবে এমন কিছু কবরস্থান রয়েছে, যেখানে মানুষ যেতে ভয় পায়। ঠিক তেমনি এক কবরস্থান রয়েছে স্কটল্যান্ডে। সেখানে দিনের বেলায় পরিবেশ খুব মনোরম। কিন্তু রাত হলেই দেখা যায় সব বিচিত্র ঘটনা, যা দেখলে ওই কবরস্থানে যাওয়া তো দূর, তার আশপাশে যাওয়ারও চিন্তাভাবনা ভুলে যাবেন। সম্প্রতি ইংল্যান্ডের এক কবরস্থানে সন্ন্যাসিনীর পোশাক পরা এক মহিলার দুটি কঙ্কালের সঙ্গে নাচের দৃশ্য ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটিতে। হাল জেনারেল সেমেট্রির মধ্যে ঘটেছে এই ঘটনা। এই দৃশ্য দেখে হাড় হিম হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের। যদিও পরে প্রকাশ পায় আসল কারণ।

কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পরই তা ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। সেখানে দেখা যায় প্রথমে একটি নরকঙ্কালের সঙ্গে নাচছেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে একটি কুকুরের কঙ্কালের সঙ্গেও নাচতে দেখা যায় তাকে।

নেটমাধ্যমে ছবি প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, ‘এই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান অনেকে। সবাই ছবি তুলতে থাকেন।যদিও ওই ব্যক্তি জানিয়েছেন, আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না মহিলা। কঙ্কালগুলো তৈরি করা হয়েছে। কোনো একটি অনুষ্ঠানের অঙ্গ হিসেবে অভিনয় করছিলেন ওই মহিলা। তিনি সত্যিকারের সন্ন্যাসিনী নন বলেও জানান ওই ব্যক্তি।

১৮৪৭ সালে তৈরি হয়েছিল হাল জেনারেল সেমেট্রি। ১৯৭২ সালে কবরস্থান বন্ধ হয়ে যায়। কিন্তু তার পরও শহরের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থান এই কবরস্থান। এবার সেখানেই এই ঘটনায় হইচই হলো।

জেডআই/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ