• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

সৌদি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:৩৮ পিএম

সৌদি থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের বিমানঘাঁটি থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট সমৃদ্ধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার আশঙ্কার মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে মিত্র দেশটি।। খবর মিডলইস্ট আইয়ের।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, সৌদি আরবের ঘাঁটি থেকে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে অন্যত্র মোতায়েন করা হচ্ছে।

সম্প্রতি হুতি বিদ্রোহীরা সৌদি আরবে হামলা বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় মার্কিন বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে নেওয়ায় বেশ বেকায়দায় পড়েছে রিয়াদ।

উপগ্রহ থেকে প্রাপ্ত ছবিতে দেখা গেছে, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আগস্টের পর থেকে কোনো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। আগে এখানে বেশ কয়েকটি প্যাট্রিয়ট মোতায়েন ছিল। এ ঘটনায় বেশ আতঙ্কে আছে সৌদি আরব।

জেডআই/এম. জামান

আর্কাইভ