• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

ভারতে আবার নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড, নির্যাতনে তরুণীর মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:০৫ পিএম

ভারতে আবার নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড, নির্যাতনে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মুম্বাইয়ের সাকিনাকা এলাকায় এক নারীকে নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে একটি থেমে থাকা টেম্পোতে ৩৪ বছর বয়সী ওই তরুণীকে নির্মম নির্যাতন করা হয়। শনিবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার মধ্য দিয়ে ভারত আবার নির্ভয়ার মতো ধর্ষণকাণ্ড দেখল।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান, খাইরানি রোডে এক নারীকে মারধর করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তের মধ্যে ওই নারীকে পড়ে থাকতে দেখেন। তাকে সরকারি রাজাওয়াদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধর্ষণের পাশাপাশি ওই নারীর গোপনাঙ্গে লোহার রড দিয়ে নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।

ওই টেম্পোর ভেতরে ছোপ ছোপ রক্ত পাওয়া গেছে। মেয়েটির ওপর নির্যাতনের সময় টেম্পোটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল বলে পিটিআই-এর প্রতিবেদনে জানা গেছে।

ওই ঘটনায় মোহন চৌহান নামক ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় এক বিবৃতিতে এই ‘লজ্জাজনক’ এবং ‘অত্যন্ত নিন্দনীয়’ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের কঠোরতম শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়... এটি মানবতার জন্য লজ্জাজনক। অভিযুক্তদের কঠিনতম শাস্তি দেওয়া হবে।দ্রুত বিচার আদালতে এই ঘটনার বিচার করা হবে।

এ দিকে, এই ঘটনা ২০১২ সালে ভারতের রাজধানী দিল্লিতে চলন্ত গাড়িতে নির্মম নির্যাতনের পর মৃত্যুর কাছে হার মানা তরুণীর কথা মনে করিয়ে দিচ্ছে। ওই ঘটনাকে গণমাধ্যমগুলো নির্ভয়াকাণ্ড নাম দিয়েছিল। নির্ভয়াকেও ধর্ষণের পর গোপনাঙ্গে রড দিয়ে নির্যাতন করা হয়েছিল। ওই ঘটনায় পুরো ভারত ক্ষোভে ফুঁসে উঠেছিল।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ