• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কাবুলে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে পাকিস্তান

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৭:৪৬ পিএম

কাবুলে বাণিজ্যিক ফ্লাইট চালু করছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলে এ সপ্তাহে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) পুনরায় বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাওয়া প্রথম দেশ হতে যাচ্ছে পাকিস্তান। তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহ এ তথ্য জানায়।

তালেবান ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটি থেকে প্রায় এক লাখ ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়। এ সময় বিমানবন্দরের যথেষ্ট ক্ষতি হয়েছে। কাতারের কারিগরি সহায়তায় পুনরায় বিমানবন্দর চালুর চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির নতুন শাসক গোষ্ঠী।

পিআইএয়ের মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ‘আমরা ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের কারিগরি ছাড়পত্র পেয়েছি। আমাদের প্রথম বাণিজ্যিক ফ্লাইট কাবুলের উদ্দেশে ইসলামাবাদ ছাড়বে ১৩ সেপ্টেম্বর।’

এ দিকে গত দুই দিনে কাতার এয়ারওয়েজ কাবুল থেকে দুটি চার্টার্ড ফ্লাইট পরিচালনা করেছে। একই সঙ্গে একটি আফগান এয়ারলাইন্স গত সপ্তাহে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করেছে।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ