• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪৬ লাখ ২৯ হাজার ছাড়াল

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:২৩ এএম

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা  ৪৬ লাখ ২৯ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

কিছুতেই থামছে না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে মৃত্যু শনাক্তের সংখ্যা। বিপর্যস্ত জনজীবন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন হাজার ৯৬৮ জন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন লাখ ৯০ হাজার ১৮১ জন।

অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় সাড়ে তিনশো এবং শনাক্ত রোগীর সংখ্যা কমেছে হাজারের বেশি। এতে করে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ৭৬১ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ২২ কোটি ৪৬ লাখ হাজার ৬৪১ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসের পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লাখ ৬৯ হাজার ১১৪ জন এবং মারা গেছেন হাজার ৭৩৩ জন। নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা কোটি ১৭ লাখ ৩৯ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন লাখ ৭৬ হাজার ৯৮৯ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় মৃত্যুর সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩০৪ জন এবং শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৩ জন। নিয়ে সেখানে মোট আক্রান্ত কোটি ৩২ লাখ ৮৭৭ জন এবং মারা গেছেন লাখ ৪২ হাজার ৩৫০ জন।

অন্যদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭১৮ জন এবং শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৫১ জন। সেখানে মোট শনাক্ত রোগীর সংখ্যা কোটি লাখ ৭৪ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

দৈনিক প্রাণহানির তালিকায় বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮৯ জন এবং শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৩৪১ জন। পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ হাজার ৬২৫ জন এবং মৃত্যু হয়েছে লাখ ৯১ হাজার ১৬৫ জনের।

প্রাণহানির তালিকায় ওপরের দিকেই রয়েছে মেক্সিকোর নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৭৩০ জন এবং শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৪ লাখ ৭৯ হাজার ৯৯৯ জন এবং মৃত্যু হয়েছে লাখ ৬৬ হাজার ১৫০ জনের।

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৫ হাজার ৪৪২ জন, যুক্তরাজ্যে লাখ ৩৩ হাজার ৯৮৮ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৮২৮ জন, তুরস্কে ৫৯ হাজার ৩৮৪ জন, স্পেনে ৮৫ হাজার ২৯০ জন এবং জার্মানিতে ৯৩ হাজার ৯৫ জন মারা গেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ করোনাকেবৈশ্বিক মহামারিহিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

টিআর

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ