প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৯:৩৪ পিএম
আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন তালেবানের বিরুদ্ধে
সশস্ত্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা নর্দান
রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) নেতা আহমেদ মাসুদ
বাহিনীর অস্ত্রাগার লুট করেছে তালেবান
বাহিনী। অস্ত্রাগার লুটের প্রমাণ হিসেবে টুইটারে একটি ভিডিও ফুটেজ
পোস্ট করেছেন পাকিস্তানের একজন সাংবাদিক।
গোটা
আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কাবুলে ঢুকলেও
কিছুদিন লড়াইয়ের পর গত সোমবার
(৬ সেপ্টেম্বর) তালেবান দাবি করে, এনআরএফ-কে হারিয়ে পাঞ্জশির
উপত্যকার দখল নিয়েছে তারা।
এর কয়েকদিনের মাথায় বোল নেটওয়ার্ক নামে
এক সংবাদমাধ্যমের সাংবাদিক গুলাম আব্বাস শাহ অস্ত্রাগার লুটের
ভিডিও পোস্ট করলেন।
শুধু
অস্ত্রাগার লুট করাই নয়-
পাঞ্জশির উপত্যকায় মাসুদের বাড়িও দখল করেছে তালেবান।
এই দাবির সপক্ষে প্রকাশ হওয়া ছবি ও
ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মাসুদের
বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তালেবান যোদ্ধারা। অস্ত্রাগার লুটের ওই ভিডিওটি তালেবানের
মাধ্যমে পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের
ওই সাংবাদিক।
টানা
কয়েকদিনে তালেবানের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন মাসুদের
আত্মীয় আমির সাহিব আহমেদ
মাসুদ। নর্দান অ্যালায়েন্সের অন্যতম কমান্ডার আব্দুল ওয়াদুদ এবং মাসুদের সহযোগী
ফাহিম দাস্তিও নিহত হয়েছেন। তবে
পাল্টা দাবি করে জোট
জানিয়েছে, উপত্যকার ৬০ শতাংশ এলাকা
এখনও তাদের দখলেই আছে।
মাসুদ
দাবি করেছেন, ‘পাঞ্জশিরে পাকিস্তান সেনা তালেবানের হয়ে
লড়ছে। তারাই আমার স্বজন-সহযোগীদের
হত্যা করতে তালেবানকে সাহায্য
করেছে। গোটা বিশ্ব জানে
পাকিস্তান তালেবানের মিত্র। তবুও কেউ কিছু
বলছে না। আমরা এখনও
পাঞ্জশিরে তালেবানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছি। শেষ রক্তবিন্দু দিয়ে
চালিয়ে যাবো।’
প্রসঙ্গত,
মাসুদের প্রয়াত বাবা ‘মুজাহিদীন কমান্ডার’ আহমেদ শাহ মাসুদ প্রায়
আড়াই দশক আগে তালেবানবিরোধী
উত্তরের জোট গড়েছিলেন। সে
সময়ও পাঞ্জশিরের দখল নিতে পারেনি
তালেবান। ২০০১ সালে টুইন
টাওয়ার হামলার দুইদিন আগে আল-কায়েদার
মানববোমা হামলায় নিহত হয়েছিলেন তিনি।
শামীম/ডাকুয়া