• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

কে এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল?

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৪:৩১ পিএম

কে এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল?

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কে হবেন বিজেপি প্রার্থী? তা নিয়ে তুমুল আলোচনা হয়েছে দেশটির রাজনীতিতে। ওই আসনে তুমুল জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজয় সময়ের ব্যাপার মাত্র। তার বিরুদ্ধে নির্বাচনের দাঁড় করানোর মতো প্রার্থী পাচ্ছে না বিজেপি-এমন খবর ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে উপনির্বাচনে অংশ নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তাই এখন ভবানীপুরে উপনির্বাচন। সেখানে পদত্যাগ করেছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। ওই আসনে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে বিজেপি এখানে কাকে প্রার্থী করবে তা নিয়ে দলের অভ্যন্তরে জোর আলোচনা চলছে। বিভ্রান্তিও স্পষ্ট হচ্ছে। ভোটে যাবে, না আইনি পথে নির্বাচন ঠেকানোর চেষ্টা করবে তা নিয়েও দোটানায় রয়েছে।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, যে কোনো মুহূর্তে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। এরই মধ্যে ঘোষণা হয়েছে ভবানীপুরে বিজেপির হয়ে ভোটে লড়বেন হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

কে এই প্রিয়াঙ্কা টিব্রেওয়াল? ২০১৪ সালে বাবুল সুপ্রিয়র আইনি পরামর্শদাতা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যোগ দিয়েছিলেন বিজেপিতে। তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আদর্শে অনুপ্রাণিত হয়েই তার এই যোগদান। তিনি বিজেপি যুব মোর্চার গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনে তাকে এন্টালি থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু, সেখানে প্রায় ৫৮ হাজার ভোটে তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হেরে যান তিনি।

তিনিই কি ভবানীপুরে বিজেপির প্রার্থী? এই বিষয়ে প্রিয়াঙ্কা জানান, দলের তরফ থেকে আমার মতামত জানতে চাওয়া হয়েছে। দল জানতে চেয়েছে আমি ভবানীপুর থেকে নির্বাচনে লড়াই করতে চাই কিনা। অনেক নাম নিয়ে আলোচনা চলছে। আমি এখনও জানি না কে প্রার্থী হতে চলেছে। বিগত সময়ে তাকে সমর্থনের জন্য দলীয় নেতৃত্বকে ধন্যবাদও জানান প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘আমাকে যদি দল ভবানীপুরের প্রার্থী করে সেক্ষেত্রে আমি লড়াই করব। এটা ন্যায় বনাম অন্যায়ের লড়াই। আশা করি সেক্ষেত্রে মানুষ আমাকে সমর্থন করবে। ভোট পরবর্তী হিংসার বিরুদ্ধে এটা আমাদের লড়াই ক্ষেত্র।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আমি ভবানীপুরের সকলকে অনুরোধ করব বিজেপিকে ভোট দিতে। এতে দেশ তথা বাংলার উন্নতি হবে।

শামীম/ডাকুয়া

আর্কাইভ