• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

তালেবান নিয়ন্ত্রিত কাবুলে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৯:৫১ এএম

তালেবান নিয়ন্ত্রিত কাবুলে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালেবান নিয়ন্ত্রণে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের নাগরিকসহ কয়েকশ যাত্রী নিয়ে কাবুল বিমানবন্দর ছেড়েছে একটি আন্তর্জাতিক ফ্লাইট। খবর বিবিসির।

এর ফলে যুক্তরাষ্ট্রের সেনারা কাবুল ছেড়ে যাবার পর প্রথম কোনো আন্তর্জাতিক কমার্শিয়াল ফ্লাইট কাবুল বিমানবন্দর ছেড়ে গেছে। মার্কিন সেনারা কাবুল ত্যাগ করার পর বিমানবন্দরটি সংস্কারের দায়িত্ব নেয় কাতার। 

কাতারের একজন কর্মকর্তা বলেছেন, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এখন পূর্ণদমে চলার অপেক্ষায়। আফগানিস্তানে কাতারের বিশেষ দূত মুতলা-কাহতানি বিমানবন্দরের ভেতর থেকে বলেন, বিমানবন্দরটি চলাচলের জন্য ৯০ শতাংশ প্রস্তুত। 

কাতারের এই দূত বলেন, আফগানিস্তানের ইতিহাসে এটা ঐতিহাসিক দিন। কাবুল বিমানবন্দর এখন সম্পূর্ণ চলাচলের উপযোগী। এখানে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে এখন আমরা বলতে পারি, এয়ারপোর্ট বিমান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত।

সম্প্রতি কাতার সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নিতে সহায়তার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সহায়তাকারী শতাধিক আফগান দোভাষী গত মাসে কাবুল ছাড়তে পারেননি। রয়টার্সের খবরে বলা হয়েছে, ১১৩ জন সবশেষ আফগানিস্তান ছেড়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডমিনিক রাব জানিয়েছেন, ১৩ ব্রিটিশ নাগরিক দোহায় পৌঁছেছেন। তিনি কাতারকে ধন্যবাদও জানান।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা কাবুল ছাড়তে পেরেছেন। কাতারকে ধন্যবাদ জানিয়ে এতে বলা হয়েছে, কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে খুব সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়তে। কানাডাও নিশ্চিত করেছে যে, ওই ফ্লাইটে করে তাদের ৪৩ জন নাগরিক কাবুল ছেড়েছে।

১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর স্বাভাবিকভাবে এই প্রথম ফ্লাইট আফগানিস্তান ছাড়তে পেরেছে। রাজনৈতিক গোলযোগ আর বিমানবন্দরে বোমা বিস্ফোরণে সেখানে দুই শতাধিক মানুষের প্রাণ গেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা সদস্যও নিহত হন। এ পর্যন্ত দেড় লাখেরও বেশি মানুষ তালেবান ক্ষমতা নেওয়ার পর ভয় আর আতঙ্কে ভিটে ছেড়েছেন।

জেডআই/এএমকে

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ