• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

‘মৃত্যু ভয়ে ইসরাইলিরা আত্মহত্যা করতে চায়’

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৫২ এএম

‘মৃত্যু ভয়ে ইসরাইলিরা আত্মহত্যা করতে চায়’

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সেনাবাহিনীর প্রধান সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, দখলদার ইসরায়েল যে দ্রুততার সঙ্গে পতনের দিকে এগোচ্ছে তা বুঝতে পেরেছে ইহুদিবাদী নেতারা। কারণে এখন হয়তো তারা মৃত্যু ভয়ে আত্মহত্যার পথ বেছে নিতে চায়। বুধবার ( সেপ্টেম্বর) ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভির হুমকির জবাবে কথা বলেন তিনি। খবর-পার্সটুডের।

ইরানের সেনাপ্রধান দেশের পশ্চিমাঞ্চল সফরের সময় আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল এর আগেও বড় বড় পরাজয়ের স্বাদ আস্বাদন করেছে। তাদের আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি অনেক।

সম্প্রতি ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল আভিভ কোহাভি হুমকি দিয়ে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে সামরিক হামলা চালানোর পরিকল্পনা জোরদার করা হয়েছে। ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যখন পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে তখন কথা বলল ইহুদিবাদী এই কমান্ডার।

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ