• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

আফগানদের অভিনন্দন জনিয়েছেন মোল্লা আখুন্দ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ১১:৫৩ পিএম

আফগানদের অভিনন্দন জনিয়েছেন মোল্লা আখুন্দ

আন্তর্জাতিক ডেস্ক

আফগান নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তিনি আফগানিস্তানে তালেবান নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন। 
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) এক লিখিত বার্তায় বিদেশি সেনা প্রত্যাহার, দখলের অবসান ও দেশকে মুক্ত করায় এই শুভেচ্ছা জানান তিনি ।

বার্তায় আখুন্দ বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ও প্রতিশ্রুত মন্ত্রিসভা শিগগিরই কাজ শুরু করবে। নেতারা দেশে ইসলামি আইন ও শরিয়াহ বাস্তবায়ন, সর্বোচ্চ স্বার্থ রক্ষা, আফগান সীমান্ত সুরক্ষা ও দীর্ঘমেয়াদি শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য কঠোর পরিশ্রম করবেন।’

তিনি আরো বলেন, ‘তাই দেশ ও জীবনের সবকিছু  ইসলামি আইন অনুসারে পরিচালিত হবে। আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আত্মনির্ভর আফগানিস্তান চাই ‘  

আখুন্দ বলেন, ’তালেবান দ্বিপক্ষীয় শ্রদ্ধার ভিত্তিতে সব দেশের সঙ্গে দৃঢ় ও সুস্থ সম্পর্ক চায়। মানবাধিকার, সংখ্যালঘু ও বঞ্চিত জনগোষ্ঠীকে ইসলামের আলোকে রক্ষা করা হবে।’

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ