• ঢাকা বুধবার
    ০১ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

পাঞ্জশিরে তালেবানের হামলার কঠোর নিন্দা জানাল ইরান

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৮:৪২ পিএম

পাঞ্জশিরে তালেবানের হামলার কঠোর নিন্দা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পাঞ্জশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের বিরুদ্ধে তালেবানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে ইরান। সোমবার (৬ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবান সোমবার পাঞ্জশির উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে। তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে দাবি করেন, পাঞ্জশির উপত্যকায় প্রতিরোধযোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা শেষ এলাকাটুকুও তাঁরা দখল করে নিয়েছেন। এ বিজয়ের মাধ্যমে আফগানিস্তানকে যুদ্ধভূমি থেকে পুরোপুরি বের করে নিয়ে আসা হয়েছে।

তবে তালেবানের বিবৃতি নাকচ করেছে পাঞ্জশিরে লড়াইরত ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ)। তালেবানের দাবি সম্পর্কে এনআরএফের মুখপাত্র আলী মাইসাম বিবিসিকে বলেন, তালেবান পাঞ্জশির দখল করতে পারেনি। তালেবানবিরোধী লড়াই অব্যাহত রাখার জন্য পাঞ্জশির সব কৌশলগত অবস্থানে এনআরএফ বাহিনীর উপস্থিতি রয়েছে। ন্যায়বিচার ও স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তালেবান ও তাদের সহযোগীদের বিরুদ্ধে এনআরএফের লড়াই চলবে।

তালেবান ও এনআরএফের দাবির সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করতে পারেনি বিবিসি ও বার্তাসংস্থা এএফপি। তালেবান ও এনআরএফের পাল্টা দাবির মধ্যে আফগানিস্তানের পার্বত্য এলাকাটি নিয়ে ইরানের কাছ থেকে মন্তব্য এলো।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জাদেহ আজ সাংবাদিকদের বলেন, পাঞ্জশির থেকে যেসব খবর আসছে, তা সত্যিই উদ্বেগজনক। এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

গত ১৫ আগস্ট তালেবানের হাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন হয়। ৩১ আগস্ট কাবুল ত্যাগ করে সবশেষ মার্কিন সেনা। এর মধ্য দিয়ে শেষ হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ। তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর পাঞ্জশিরের স্থানীয় নেতা আহমেদ মাসুদের নেতৃত্বে তালেবানবিরোধী প্রতিরোধযুদ্ধ গড়ে তোলা হয়। সেখানে মাসুদের নেতৃত্বাধীন মিলিশিয়াদের সঙ্গে আফগান সামরিক বাহিনীর কমান্ডারদের একাংশ মিলে গঠন করা হয় এনআরএফ।

৩২ বছর বয়সী মাসুদ পাঞ্জশিরের প্রয়াত গেরিলা কমান্ডার আহমদ শাহ মাসুদের ছেলে। কয়েক দশক আগে সাবেক সোভিয়েত বাহিনী ও পরে (১৯৯৬-২০০১) তালেবানের বিরুদ্ধে লড়াই করে ‘পাঞ্জশিরের সিংহ’ বলে পরিচিতি পেয়েছিলেন আহমদ শাহ মাসুদ।

তালেবান আবার ক্ষমতায় আসার পর দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছিল। তবে তাতে সমাধান আসেনি, ফলে তালেবান যুদ্ধের পথ বেছে নেয়। পাঞ্জশিরের দখল নিতে তালেবান ও এনআরএফের মধ্যে কয়েক দিন ধরে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

এনআরএফ নেতা আহমেদ মাসুদ রোববার (৫ সেপ্টেম্বর) বলেন, দীর্ঘস্থায়ী শান্তির জন্য তাঁরা লড়াই বন্ধে প্রস্তুত। তবে শর্ত হলো তালেবানকে সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে। যুদ্ধবিরতির পাশাপাশি তালেবানের সঙ্গে আলোচনার ব্যাপারে রাজি বলে জানান মাসুদ।

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ