• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

শত শত মার্কিনিকে আটকে রেখেছে তালেবান!

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০৪:৪৬ পিএম

শত শত মার্কিনিকে আটকে রেখেছে তালেবান!

আন্তর্জাতিক ডেস্ক

পুরো আফগানিস্তান এখন তালেবানের দখলে। পাঞ্জশিরও দখল করে নিয়েছে তারা। এমতাবস্থায় এখনও অনেক মার্কিন নাগরিক আটকে আছেন তালেবান নিয়ন্ত্রিত এলাকায়। তালেবানদের পণ না দিলে তারা মুক্তি পাবেন না বলে দাবি করেছেন আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল।

তিনি জানান, ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকায় আনা হচ্ছিল কিন্তু তালেবান বিমানগুলোকে ওড়ার অনুমতি দিচ্ছে না।

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ম্যাককাউল বলেন, গত কয়েক দিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশ কিছু আফগান নাগরিকও রয়েছেন যাদের উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

তিনি বলেন, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে রোববার (৫ সেপ্টেম্বর) এসব কথা বলেছেন ম্যাককাউল। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ম্যাককাউল দাবি করেন, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।

তবে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হার মানতে নারাজ ওয়াশিংটন। নিজেদের অবস্থান সঠিক ছিল উল্লেখ করে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার একই সুরে কথা বললেন মার্কিন সেনাপ্রধান মাইক মাইলির। শনিবার জার্মানির মার্কিন সেনাঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সাধারণ আফগানদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সেনারা যে দায়িত্ব পালন করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

 সভাপতি যৌথ বাহিনীর প্রধান মার্ক মাইলি বলেন, আমাদের সেনারা অসাধারণ কাজ করেছে। তারা ১ লাখ ২৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে এনেছে। তাদের বীরত্ব, শৃঙ্খলা সেই সঙ্গে যোগ্যতার প্রশংসা করতে ই হয়। সত্যিই এটি অত্যন্ত গর্বের কাজ।

 বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মার্কিন সেনাদের এই অবদান পৃথিবীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি।

শামীম/ডাকুয়া

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ