প্রকাশিত: মে ৬, ২০২১, ০৯:৩৩ পিএম
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার (২৫ মার্চ) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন, কেন্দ্রীয় শহর মোনইয়াওসহ বেশ কয়েকটি বড় শহরে রাস্তায় রাস্তায় লোকজনকে বিক্ষোভ করতে দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
মোনইয়া শহরে ‘আমরা কি ঐক্যবদ্ধ?’ ‘হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ’; ‘বিপ্লব অবশ্যই জয়ী হবে’ বলে বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন।
গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী হামলায় এখন পর্যন্ত ২৮৬ জন নিহত হয়েছেন।
ওএফ/ এম. জামান/২৫মার্চ ২০২১