• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

চীনের সিনোভ্যাক টিকা বাতিল করল ব্রাজিল

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০২:৪৪ পিএম

চীনের সিনোভ্যাক টিকা বাতিল করল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

চীনের সিনোভ্যাক বায়োএনটেকের তৈরি কোটি ২০ লাখের বেশি করোনা ভ্যাকসিন বাতিল করেছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা আনভিসা।

এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার ( সেপ্টেম্বর) আনভিসা সিনোভ্যাকের টিকা নিয়ে সতর্কতা জারি করে। দেশটির সাও পাওলোর বুটানটানের একটি বায়োমেডিকেল সেন্টার সিনোফার্মের সঙ্গে চুক্তি করে টিকা উৎপাদন করছিল। ব্রাজিল স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা সেটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়। উৎপাদিত ওই কারখানা থেকে কোটি ২০ লাখের বেশি টিকা বাতিল করে দেওয়া হয়েছে।

ছাড়া কারখানাটির উৎপাদন প্রক্রিয়া নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে বলে জানিয়েছে সংস্থাটি। শনিবার ( সেপ্টেম্বর) ব্রাজিলে ২১ হাজার ৮০৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হন আর মারা যান ৬৯২ জন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গত মার্চ থেকে দেড় কোটিরও বেশি ডোজ করোনার টিকা ফেলে দেওয়া হয়েছে। বুধবার ( সেপ্টেম্বর) এনবিসি নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ প্রতিরোধকেন্দ্র (সিডিসি) জানিয়েছে, চারটি জাতীয় ফার্মেসি প্রত্যেকে ১০ লাখের বেশি ডোজ নষ্ট করেছে।

ওয়ালগ্রিন ফার্মেসি সবচেয়ে বেশি ২০ লাখ ৬০ হাজার ডোজ নষ্ট করেছে। এরপরে সিভিএস ২০ লাখ ৩০ হাজার, ওয়ালমার্ট ১০ লাখ ৬০ হাজার রাইট এইড ১০ লাখ হাজার ডোজ নষ্ট করেছে বলে জানানো হয়েছে। কিন্তু টিকাগুলো কেন ফেলে দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

টিআর/এএমকে

আর্কাইভ