• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ফের স্থগিত আফগানিস্তানের নতুন সরকার গঠন

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৩১ পিএম

ফের স্থগিত আফগানিস্তানের নতুন সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক

স্থগিত হয়েছে আফগানিস্তানের নতুন সরকার গঠন।  আগামী সপ্তাহ পর্যন্ত তা স্থগিত থাকবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। শনিবার (৪ সেপ্টেম্বর) দেশটিতে সরকার গঠনের কথা ছিল। এর আগে শুক্র সরকার গঠনের সম্ভাবনা থাকলেও সেদিন তা হয়নি।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, একদিন পেছানোর পর আজ শনিবার নতুন সরকার গঠনের কথা থাকলেও তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘নতুন আফগান সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহে।’ 

সরকার গঠনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য তালেবান কর্তৃক গঠিত কমিটির সদস্য খলিল হাক্কানি বলেছেন, ‘কাবুলে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি সর্বদলীয় সরকার গঠনের জন্য তালেবানের প্রস্তাবই প্রকৃতপক্ষে এই বিলম্বের কারণ।’

তিনি বলেছেন, ‘তালেবান একাই সরকার গঠন করতে পারে কিন্তু আমরা এমন একটি সরকার গঠন করতে চাচ্ছি যেখানে সমাজের সব জাতি, গোষ্ঠী ও অংশের সঠিক প্রতিনিধিত্ব থাকে। শুধু তালেবানের সরকার বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না।’ 

খলিল হাক্কানি বলেছেন, 'আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং জমিয়তে-ই-ইসলামীর প্রধান গুলবুদ্দিন হেকমতিয়ার এবং সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ভাইও সরকারে থাকবেন। উল্লিখিত দুজনই তালেবানকে সমর্থন দিয়েছেন।'

তালেবান আফগানিস্তানে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার ২২ দিন পার হয়ে গেলেও দেশটিতে সর্বদলীয় একটি নতুন সরকার গঠনের জন্য আলোচনা চললেও তা বারবার পিছিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের ধারণা, সব পক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় ঘোষণায় বিলম্ব হচ্ছে।

ইফাত

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ