• ঢাকা শনিবার
    ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

নারীদের র‍্যালিতে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৬:৫৭ পিএম

নারীদের র‍্যালিতে টিয়ার গ্যাস নিক্ষেপ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক

নারীদের অধিকারের বিষয়টি ঠিক মেনে নিতে পারছে না তালেবান গোষ্ঠী। নারীদেরকে তারা ঘরে বন্দি রাখতে চায়। আফগানিস্তানের রাজধানী কাবুলে নারী অধিকারের দাবিতে অ্যাক্টিভিস্টদের ্যালিতে চড়াও হয়েছে তারা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে তারা। শনিবার ( সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছেই ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন নারী অ্যাক্টিভিস্টরা। আফগান সংবাদমাধ্যম টোলো নিউজের ভিডিওতে নারীদের বিক্ষোভে তালেবান সদস্যদের বাধা দিতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেস অভিমুখে যাত্রা করলে তাদের বাধা দেয় তালেবান বাহিনী। থেকেই সংঘাতের সূত্রপাত ঘটে। একপর্যায়ে বিক্ষোভ দমনে কাঁদানে গ্যাস ব্যবহার করে তালেবান সদস্যরা। একজন বিক্ষোভকারীকে মারধর করার কথাও জানিয়েছে স্পুটনিক। একজন আফগান রিপোর্টার একজন নারী অ্যাক্টিভিস্টের ভিডিও শেয়ার করেছেন, তালেবান কর্তৃক বিক্ষোভ ছত্রভঙ্গ করার সময় যিনি আহত হয়েছেন।

আফগানিস্তানের রাজনীতি থেকে নারীদের বাদ দেওয়ার তালেবানের পরিকল্পনা প্রকাশের পর থেকে দেশটির বিভিন্ন স্থানে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তবে দলটি বলছে, হিজাব পরে শিক্ষা চাকরি বা কাজের সুযোগ পাবেন নারীরা।

শামীম/এম. জামান

আর্কাইভ