• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

পাঞ্জশিরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:১১ পিএম

পাঞ্জশিরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পাঞ্জশির উপত্যকায় এখনও তালেবান যোদ্ধাদের সঙ্গে তালেবানবিরোধীদের সংঘর্ষ চলছে। কয়েকদিন ধরে দুই পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যে চরম সংকটে অঞ্চলের সাধারণ মানুষ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তারা। এরই মধ্যে শত শত পরিবার পালিয়েছেন সেখান থেকে। খবর আল-জাজিরার।

দিকে, পাঞ্জশির উপত্যকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। শুক্রবার ( সেপ্টেম্বর) তালেবানের তিনটি সূত্র দাবি করে। আফগানিস্তানের কেবল এলাকা তালেবানবিরোধী গোষ্ঠী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধাদের নিয়ন্ত্রণে ছিল। প্রসঙ্গে তালেবানের এক কমান্ডার রয়টার্সকে জানান, ‘গোটা আফগানিস্তান এখন আমাদের নিয়ন্ত্রণে। এনআরএফের যোদ্ধারা পরাজিত হয়েছে। পাঞ্জশিরও এখন আমাদের নিয়ন্ত্রণে।

পাঞ্জশিরের পার্শ্ববর্তী পারওয়ান প্রদেশের বাসিন্দারা জানান, চার দিন ধরে দুই পক্ষের তীব্র লড়াইয়ের কারণে তাদের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছেন, দুই পক্ষের লড়াইয়ে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখনও তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। দূর থেকে দূরবর্তী পাহাড়ে ধোঁয়া উড়তে দেখছেন তারা। এর মধ্যে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। জানা গেছে, চার মতো পরিবার গ্রাম ছেড়েছেন সহিংসতার কারণে।

আশির দশকে সোভিয়েতবিরোধী প্রতিরোধে আফগানিস্তানের অন্যতম নেতা ছিলেন আহমেদ শাহ মাসুদ। তারই ছেলে আহমেদ মাসুদ, যিনি তালেবানবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তালেবানবিরোধী আন্দোলনে সাবেক সরকারের কিছু সেনা সদস্যসহ স্থানীয়দের সঙ্গে যুক্ত হয়ে পাঞ্জশিরে বিক্ষোভ করে সম্প্রতি। এরপর পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সেখানে অবস্থান নেয় কয়েক তালেবান যোদ্ধা। শুরু হয় দুই পক্ষের লড়াই।

শামীম/এম. জামান

আন্তর্জাতিক সম্পর্কিত আরও

আর্কাইভ